৭ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৪৯

পারমাণবিক অস্ত্রধারী না হয়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

পারমাণবিক অস্ত্রধারী না হয়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া পরীক্ষামূলকভাবে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উৎক্ষেপণ করেছে। এর মধ্যে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম দেশ হয়ে উঠল দেশটি।

ডিফেন্সনিউজডট কমের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা একটি সামরিক ইউনিটের সক্ষমতার বিস্তারিত নিশ্চিত করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার এ প্রচলিত ক্ষেপণাস্ত্রটিকে হায়ুনমু ফোর-ফোর সাঙ্কেতিক নাম দেওয়া হয়েছে।

এ ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার হায়ুনমু-টুবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। 

প্রসঙ্গত, আগে এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত ও উত্তর কোরিয়া তৈরি করত। সাধারণত পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করে এসএলবিএমকে আরও ধ্বংসাত্মক করে তোলা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর