স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজদেমন ইতালিতে গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার ইতালির সার্দিনিয়া দ্বীপে ভ্রমণের সময় তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এর আগে স্পেন সরকার তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে স্পেন। স্পেনের দাবি, ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে অবৈধ গণভোট আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেছেন কার্লেস পুজদেমন। ২০০৭ সালে কার্লোস পুজেমন সক্রিয় রাজনীতি শুরু করেন।
পুজদেমনকে গ্রেফতার করায় এক টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট পেরে আরাগোনস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুজদেমনকে সার্ডিনিয়ায় গ্রেফতারের পর তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছে ইতালির একটি আদালত।
সূত্র: বিবিসি।