প্রথমবারের মতো কুয়েতের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে নারী সদস্যরা। তাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতি নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণের বিষয়ে দেশটিতে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে। খবর দ্য সিয়াসাত ডেইলির।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ জানিয়েছেন, এখন থেকে কুয়েতি নারীরা কুয়েত সেনাবাহিনীতে যোগ দিতে নিবন্ধন করতে পারবেন। বর্তমানে যে সকল কুয়েতি নারী সেনাবাহিনীতে অংশ নিবেন তারা সামরিক বাহিনীর মেডিকেল ও অন্যান্য সামরিক সহায়তা বিভাগের প্রথমিক স্তরে কাজ করবেন।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকেই কুয়েতি নারীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিকার দেয়া হচ্ছে। ওই সময়ে কুয়েতি নারীদের ভোটাধিকার দেয়া হয়। এছাড়া এমপি হিসেবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনায় অংশ নেয়ার সুযোগও দেয়া হয়। বর্তমানে পার্লামেন্টে চারজান নারী প্রতিনিধি রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক