২৫ অক্টোবর, ২০২১ ১০:২০

সুদানে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা, প্রধানমন্ত্রী গৃহবন্দি

অনলাইন ডেস্ক

সুদানে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা, প্রধানমন্ত্রী গৃহবন্দি

সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুককে গৃহবন্দি করেছে। আজ সোমবার খুব ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরার।

এদিকে সামরিক অভ্যুত্থানের খবরের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা রক্ষাকারীরা। প্রধানমন্ত্রীসহ মোট উচ্চ পদস্থ তিনজন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে। 

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হামদুকের একজন উপদেষ্টা ও দেশটির সার্বভৌম কাউন্সিলের একজন সদস্যকে গ্রেপ্তার করার অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী হামদুকের বাড়িতে অভিযান চালায় সেনারা। দেশে টেলিযোগাযোগ সীমিত করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর