অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জর অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। গত শনিবার (৬ নভেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ২৯২ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ৩৭৩ জন সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং ১ হাজার ৭৩৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়। সৌদি সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
তাদের মধ্যে ৫৫ শতাংশই আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ৪২ শতাংশ আর অন্যান্য দেশের ৩ শতাংশ নাগরিক আছেন।
সৌদি আরবে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।
সূত্র : সৌদি গেজেট, আরব নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ