২০২২ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কেন্দ্র করে পর্তুগালের রাজনৈতিক অচলাবস্থায় আসছে জানুয়ারি মাসে আগাম নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এমনই ঘোষণা দিয়েছেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রিবেলো ডিসুজা।
গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুজা বর্তমান সংসদ ভেঙে দিয়ে বেলেমের রাষ্ট্রপতি ভবন প্যালাসিও দে বেলেম থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিষয়টি জানান।
উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির ২০২২ সালের বাজেট সংসদে উপস্থাপন করা হয়। সংসদে বাজেট অনুমোদন সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। দেশটির সংবিধান অনুযায়ী এখন বাজেট অনুমোদন করতে হলে নতুন সরকার গঠন করতে হবে। ফলে দেশের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়েছে।
বিডি প্রতিদিন/এএম