ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ১৬জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, জাতিসংঘ আদ্দিস আবাবায় আটকদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছে। খবর আল জাজিরা'র।
জাতিসংঘের কর্মকর্তাদের আটক বিষয়ে ইথিওপিয়ান সরকারের তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইথিওপিয়ার সরকার এক বছর ধরে উত্তর টাইগ্রে অঞ্চলের সরকার বিরোধী বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ নিয়ে ইথিওপিয়ার সরকার এবং জাতিসংঘের মধ্যে উত্তেজনা চলছে। জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে ।
জাতিসংঘের ধারনা অনুসারে এই যুদ্ধ কয়েক হাজার মানুষকে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে, ইথিওপিয়ার সরকার তার অভ্যন্তরীণ বিষয়ে "হস্তক্ষেপ" করার জন্য জাতিসংঘের সাত সিনিয়র কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কারের আদেশ দিয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল