আরব জোট শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি।
জোটটি বলেছে, গত ২৪ ঘণ্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে গত মাসে প্রায়-দৈনিক হামলার খবর দেয় এই জোট।
সূত্র : আরব নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ