ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। এতে অন্তত ৪২ জন হতাহত হয়েছেন বলে জানা গেছে। দ্বীপের সেমেরু আগ্নেয়গিরির এ ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্স ও বিবিসির।
জানা গেছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধেয়ে আসা ছাইয়ের কুণ্ডলিতে পুড়ে অন্তত একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৪১ জন। এছাড়া অগ্নুৎপাতে জাভা দ্বীপের আশপাশের এলাকার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি ও ছাই উড়তে দেখা গেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বলেছে, তারা লোকজনের জন্য অস্থায়ী আশ্রয় শিবির চালু করেছে। কিন্তু ঘন ধোঁয়ার কারণে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। এতে যে কোনো অঘটনা এড়াতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, ভয়াবহ এই অগ্ন্যুৎপাতে ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডলি ভূপৃষ্ঠ থেকে ১৫ হাজার মিটার ওপরে উঠার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, এর আগে, গত জানুয়ারিতেও এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/শফিক