সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।
সোমবার আবুধাবিতে এ হামলায় ২০টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, আবুধাবিতে দু’টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে। অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ শামি বলেছেন, এ হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন