গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ফরাসি নাগরিক বেঞ্জামিন ব্রিয়ারকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বেশ কিছুদিন বিচার চলার পর মঙ্গলবার ইরানের আদালত তাকে আট বছরের কারাদণ্ড দেন।
২০২০ সালে ইরানে পর্যটনের ভিসা নিয়ে গিয়েছিলেন ৩৬ বছরের বেঞ্জামিন ব্রিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ, ইরান-তুর্কমেনিস্তান সীমান্তে গিয়ে মরুভূমিতে একটি হেলিক্যাম উড়িয়েছিলেন তিনি। রিমোটচালিত ওই হেলিকপ্টারের সাহায্যে ভিডিও এবং স্থির চিত্র তোলা যায়। এরপরই তাকে গ্রেফতা করে ইরানের পুলিশ এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
তবে ফরাসি আইনজীবীরা জানিয়েছেন, ২০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
শুধু আট বছরের কারাদণ্ড নয়, ইরান এবং ইসলামের বিরুদ্ধে প্রোপাগ্যান্ডা করা হয়েছে-এই অভিযোগে আরো আট মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।
বেঞ্জামিনের আইনজীবীরা জানিয়েছেন, এই রায়টিরও কোনো যুক্তি নেই। কারণ বেঞ্জামিন ইসলামবিরোধী কথা বলেছেন, এমন কোনো প্রমাণ নেই। যেভাবে ইরানের আদালত বেঞ্জামিনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, তা প্রহসন বলে ব্যাখ্যা করেছেন তার আইনজীবীরা।
সূত্র: ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন