২৬ জানুয়ারি, ২০২২ ২০:৫২

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা, দাবি মস্কোর

অনলাইন ডেস্ক

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা, দাবি মস্কোর

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার জানিয়েছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে।

মস্কো বলছে, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এর আগে, গত সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের সাড়ে আট হাজার সেনা উচ্চ সতর্কাবস্থায় রখা হয়েছে। 

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর