যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার জানিয়েছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে।
মস্কো বলছে, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এর আগে, গত সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের সাড়ে আট হাজার সেনা উচ্চ সতর্কাবস্থায় রখা হয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক