রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। এমন আশঙ্কার মধ্যে মস্কোতে মার্কিন দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা কূটনীতিক বার্টল গোরম্যানকে বৃহস্পতিবার দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এই পদক্ষেপের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেনি দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এটিকে একটি বাড়তি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, ‘আমরা রাশিয়াকে মার্কিন কূটনীতিক ও কর্মীদের ভিত্তিহীন বহিষ্কার বন্ধ করতে এবং আমাদের মিশন পুনর্গঠনে ফলপ্রসূভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
সূত্র : ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ