বিতর্কিত মন্তব্য, মিথ্যা তথ্য আর উসকানি; সবমিলিয়ে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আছেন ডোনাল্ড ট্রাম্প। তার অ্যাকাউন্ট ডিলেট করে দেওয়া হয়েছে।
তবে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি নিজের অ্যাপ নিয়ে সোশ্যালে ফিরবেন। কথা রেখেছেন ট্রাম্প! একটি সামাজিক যোগাযোগের অ্যাপ নিয়েই তিনি ফিরলেন ভার্চুয়াল দুনিয়ায়। আর এই অ্যাপের নামটাও বেশ মজার. ‘ট্রুথ সোশ্যাল’।
অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি ছাড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দিবাগত রাত হতে অ্যাপল স্টোর থেকে ট্রুথ সোশ্যাল অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। যারা অ্যাপটি ডাউনলোড করেছেন, তারাই এ তথ্য জানিয়েছেন। যারা উদ্বোধনের আগেই অ্যাপটি অর্ডার করেছিলেন, তাদের ফোনে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি ডাউনলোড হয়েছে।
ট্রুথ সোশ্যাল নামের ওই সামাজিক নেটওয়ার্ক পরিচালনা করবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে)। ২০২১ সালের ডিসেম্বরে ‘আমন্ত্রিত অতিথিদের’ জন্য অ্যাপটির বেটা সংস্করণ চালু করা হয়েছিল। অ্যাপটিতে সাবস্ক্রিপশন ভিডিও চালুর পরিকল্পনার কথা জানায় টিএমটিজে। এতে থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানও।
সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ