কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনায় প্রতিবেশী দুই দেশের মাঝে যখন যুদ্ধের দামামা বাজছে তখন ইউক্রেনীয় ৫ ‘নাশকতাকারীকে’ হত্যার দাবি করেছে রাশিয়া।
স্থানীয় সময় সোমবার সকাল ৬টার দিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের মিতাকিনস্কয়া গ্রামের কাছে সীমান্তে সংঘর্ষে প্রাণহানি হয়। রাশিয়ার সর্বশেষ এই দাবি ঘিরে ইউক্রেন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল নাশকতাকারী রাশিয়ার সীমান্ত লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে পাঁচ নাশকতাকারী নিহত হয়।
তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি টুইটারে এক বার্তায় বলেন, রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য, সীমান্তে গোলাবর্ষণের জন্য অথবা নাশকতা পরিচালনার জন্য সীমান্ত এলাকায় কোনো নাশকতাকারী অথবা সৈন্যবাহী সাঁজোয়া যান পাঠায়নি ইউক্রেন।
তিনি বলেন, ‘ইউক্রেন এ ধরনের কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা করেনি। রাশিয়া, এবার ভুয়া তথ্য উৎপাদনের কারখানা বন্ধ করো।’
সূত্র : এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ