ইউক্রেন সংকটের উত্তাপ এবার আছড়ে পড়লো টিভি টকশোতে। রাশিয়ার আগ্রাসন নিয়ে কথা বলতে এক লাইভ অনুষ্ঠানে ডাকা হয়েছিলো ইউক্রেনের রুশপন্থী দলের নেতা নেস্টর শুফ্রিচকে। সেসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানান এই নেতা। আর সেই অস্বীকার করা থেকেই ঘটনার শুরু। কথা কাটাকাটির একপর্যায়ে শুফ্রিচকে ঘুষি মারতে শুরু করেন সাংবাদিক ইউরি বুটুসভ।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, উপস্থাপকের প্রশ্নের জবাবে পুতিনকে ‘খুনি ও অপরাধী’ বলতে অস্বীকৃতি জানান শুফ্রিচ। অনুষ্ঠানে উপস্থিত বাকিরা তাকে রুশ এজেন্ট বলে তার এমন আচরণের সমালোচনা করেন। তবে সাংবাদিক বুটুসভ চুপ করে থাকতে পারেননি। জড়িয়ে পড়েন মারামারিতে।
উপস্থিত বাকিরা থামানোর চেষ্টা করেন। তবে সেই মারামারিতে শুফ্রিচের রক্তও ঝরেছে। ইউক্রেনা টিভির ‘ফ্রিডম অব স্পিচ’ নামের এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাভিক শুসতার। এসময় ওই টিভি অনুষ্ঠানে ইউক্রেনের সাবেক এক প্রধানমন্ত্রী ও সাবেক এক রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল