যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পুতিনকে শক্তিশালী কোনো বার্তা দিতে পারেনি বলেই মনে করছেন দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। দেশটির বিরোধীদের ছায়া মন্ত্রী পরিষদের পররাষ্ট্রী মন্ত্রী ডেভিড ল্যামি মনে করেন, বরিস জনসন সরকারের উচিৎ রাশিয়ার ওপর আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনু্ষ্ঠান ‘বিবিসি ব্রেকফাস্ট’-এ তিনি বলেন, তিন আর্থিক প্রতিষ্ঠান আর পাঁচ রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া যথেষ্ট নয় বলেই মনে করছেন অনেক ব্রিটিশ এমপি। অনেক রাজনীতিবিদও মনে করছেন বরিস জনসনের এই নিষেধাজ্ঞা পুতিনকে কোনো বার্তাই দিতে পারেনি।
তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রুস বলেছেন , জি-সেভেনের সদস্যরা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে। সাথে তারা মনে করে আলোচনার টেবিলের জন্য আর কিছুই বাকি নেই।
বিডি প্রতিদিন/নাজমুল