নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক পরামর্শে বলা হয়, কোনো ইউক্রেনের বাসিন্দার রাশিয়া যাওয়া উচিত হবে না। আর যারা এখন রাশিয়ায় আছে তাদের দ্রুতই দেশে ফিরতে বলা হয়েছে।
সাথে তিনশ’ ৫১ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কিয়েভ। এই নিষেধাজ্ঞায় পুতিনের পার্লামেন্টের এক আইনপ্রণেতাও আছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যারা সহায়তা করেছে, তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল