পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার বিভিন্ন বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে জিইয়ে থাকা বিভেদ মেটাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে বিতর্কে বসার আগ্রহের কথা জানালেন। ইমরান খান বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে বিতর্ক করতে খুবই আগ্রহী।’
গতকাল মঙ্গলবার রাশিয়ান টেলিভিশন ‘রাশিয়া টুডে’তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন। ইমরান খান দাবি করেন, আমাদের বৈরি সম্পর্ক তৈরি হওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য তলানিতে গিয়ে ঠেকেছে।
ইমরান খান মনে করেন, দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, বিতর্কের মাধ্যমে যদি সেগুলো সমাধান করা সম্ভব হয়, তবে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স ভারতের বক্তব্য জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।
সূত্র : রয়টার্স ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক