পশ্চিমা বিশ্ব থেকে আসা একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে জাপানও চোখ রাঙালো। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জানালেন, এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ান বন্ড ও কিছু রুশ নাগরিক এবং প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। খবর দ্য ইকোনোমিক টাইমস।
এর আগে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপানও নিষেধাজ্ঞা দিলো। জাপানি প্রধানমন্ত্রীর দাবি, রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বে আঘাত করেছে। মস্কোর উচিত আগ্রাসনের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসা। পরিস্থিতি খারাপ হলে রাশিয়ার ওপর আরো বড় নিষেধাজ্ঞা দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কিশিদা।
বিডি প্রতিদিন/নাজমুল