ইহুদিবাদী ইসরায়েল যদি ইরান বিষয়ে সামান্যতম ভুল করে তাহলে কঠিন জবাব দেওয়া হবে তাদের বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে ইরানের জন্য নিরাপত্তাহীন অবস্থা তৈরি করার ক্ষমতা রাখে। তারপরেও যদি তারা কোনো রকম ভুল করে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে তার মাশুল দিতে হবে।’
ইরানের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল শেকারচি এসব কথা বলেন। ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারেও কথা বলেন ইরানের এই সেনা মুখপাত্র। তিনি বলেন, ইসরায়েল যতই চেষ্টা করুক তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা একঘরে হয়ে থাকবে।
জেনারেল শেকারচি বলেন, ইসরায়েল একঘরে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এজন্য সে সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে যে, ইহুদিবাদী ইসরায়েলকে সবাই ঘৃণা করেন এবং কোনো পরিস্থিতিতে তারা এই অঞ্চলের জনগণের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে না; তাদের নিরাপত্তাও নিশ্চিত হবে না। বরং তারা সবসময় নিরাপত্তাহীন থাকবে। জেনারেল শেকারচি ইসরায়েল সরকারকে নরঘাতক, বর্বর এবং হিংস্র প্রকৃতির বলে উল্লেখ করেন।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক