একটি লেভেল ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে পড়তে দেখা গেল একটি দূরপাল্লার ট্রেনকে। আগে থেকেই লাইনের ধারে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। হাতে একটি প্যাকেট ধরা। ট্রেন থামতে প্যাকেটটি চালকের হাতে তুলে দিতে দেখা গেল ওই ব্যক্তিকে। মাত্র কয়েক সেকেন্ড, তার পরই সেখান থেকে ফের রওনা দেন চালক। ঘটনা ভারতের রাজস্থানের অলওয়ারের।
জানা গেছে, চালক কচুরি (পুরি) কেনার জন্য ট্রেনটি থামিয়েছিলেন। এই ঘটনায় ইতোমধ্যেই ওই ট্রেনের চালক, সহ-চালক, দুই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই জয়পুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ