ইউক্রেন সংকট মোকাবেলা ও এই মুহূর্তে আমেরিকা রাশিয়ার বিপক্ষে কী ধরনের পদক্ষে নেবে, সে বিষয়ে বিষয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো রকম উস্কানি ছাড়াই অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। তিনি বলেন ‘চিন্তা নেই, গোটা বিশ্বের প্রার্থনা ইউক্রেনের সাথে আছে।’ তার দাবি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, পূর্ব-পরিকল্পিতভাবেই যুদ্ধের পথ বেছে নিয়েছেন। যাতে মহাবিপর্যয় সৃষ্টি হবে, হাজার মানুষের প্রাণ যাবে, ভোগান্তির শিকার হবে অগণিত মানুষ।
বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই ক্ষয়ক্ষতির জন্য রাশিয়াই দায়ী থাকবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একত্র হয়ে এই হামলার চূড়ান্ত প্রতিশোধ নেবে। গোটা বিশ্ব মিলিয়েই রাশিয়ার কাছ থেকে জবাবদিহিতা নেবে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল