রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দেবে মার্কিন মিত্ররা। নিষেধাজ্ঞার ধরন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিশ্বের উন্নত ৭ দেশের সংগঠন জি সেভেন মিত্রদের সাথে আলোচনা করবেন বাইডেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় দেশটিকে এই সংকটে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘জেলেনস্কি আমাকে স্পষ্টভাবে রাশিয়ার বিপক্ষে দাঁড়ানোর অনুরোধ করেছেন, দাঁড়াতে বলেছেন ইউক্রেনের মানুষের সাথে।’
বাইডেন আরও বলেন, রাশিয়ার ওপর জি-৭ ভূক্ত দেশগুলো বড় রকমের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে মার্কিন মিত্ররা, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এদিকে বাইডেন প্রশাসনের সমালোচনা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল দিক দেখে ফেলেছে রাশিয়া। তাই পুতিন ইউক্রেনে হামলা চালানোর সাহস করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল