ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চারদিনে ইউক্রেনের এই সামরিক অভিযানে চার হাজার ৩০০ শতাধিক রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এ দাবি স্বীকার বা অস্বীকার সংক্রান্ত কোনও বক্তব্য আসেনি।
তবে ইউক্রেনে হতাহত ও বন্দি রুশ সেনাদের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ইসচি সোভোইক’ রাশিয়া বন্দ করে দিয়েছে বলে জানা গেছে।
রুশ যোগাযোগ নিয়ন্ত্রকারী সংস্থা ‘রসকমনাদজোর’ এই ওয়েবসাইট বন্দ করে দিয়েছে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
এতে বলা হয়েছে, যুদ্ধে বন্দি ও হতাহত রুশ সেনাদের তথ্য প্রদানে ‘ইসচি সোভোইক’ নামের ওয়েবসাইটটি চালু করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। যেখানে নিহত ও বন্দি সেনাদের তথ্য ও ছবি প্রকাশ করা হয়। কিন্তু সেটি রাশিয়ান কমিউনিশন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ওই দেশে বন্দ করে দিয়েছে, যাতে দেশটির জনগণ নিহত ও বন্দি সেনাদের তথ্য না পায়।
শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এই ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছিল। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম