মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের নিরাপত্তা সহায়তায় আরও আটশ’ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন।
বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বুধবারই মার্কিন সময় সকাল নয়টায় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভাষণ দেবেন।
তার আগেই মিসাইল ধংসকারী ট্যাংকসহ নানা রকমের সামরিক সামগ্রী ক্রয় করার জন্য এই সহায়তা ঘোষণা করলেন বাইডেন। এছাড়াও কিছু সামরিক ড্রোনও ইউক্রেনকে উপহার করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অতো সহজ নয় এমনটাই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে দুই পক্ষ নিজেদের মতো ছাড় দেবে বলেই প্রত্যাশা করছেন এই রুশ নেতা।
তিনি বলেন, ‘আমি আমাদের সমঝোতা আলোচনার প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কিছু কারণে সমঝোতা খুব একটা সহজ নয়। তারপরও আশা করা হচ্ছে, দুই পক্ষই তাদের মতো করে কম্প্রোমাইজ করবে।’
তিনি আরও জানান, সমস্যা এখন কেবল ইউক্রেনের নিরপেক্ষতা আর অস্ত্র সমর্পণের মধ্যে থেমে নেই। ইউক্রেনের পূর্বাঞ্চল বিশেষ করে লুহানস্ক ও দোনেৎস্কের মানুষের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল