ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে বক্তব্য প্রদান শুরু করেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুরুতে কংগ্রেস সদস্যরা জেলেনস্কিকে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে।
বক্তব্যের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আক্রমণের মুখে আমার দেশের ‘লক্ষ্য’ স্থির করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রতিদিন কিয়েভ এখন রাশিয়ার সেনাদের ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার মুখে। তবে শহর তাদের কাছে ছেড়ে দেওয়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার দেশ ভয়াবহ যুদ্ধের কবলে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের জনগণের প্রশংসা করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণের হয়ে আপনাদের সঙ্গে মিলিত হতে পারে আমি সম্মানিত। এ সময় তিনি বলেন, বিগত ৮ বছর ধরে ইউক্রেনের জনগণ রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করছে।
জেলেনস্কি বলেন, এই মূহূর্তে ইউক্রেনে স্বাধীন থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে। রাশিয়া শুধু আমাদের ওপর কিংবা শহরে আক্রমণ করেনি, তারা আমাদের মানবিক মূল্যবোধ, মৌলিক মূল্যবোধের ওপর পাশবিক আক্রমণ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল