সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে তিনি বলেছেন, ‘আয় করার চেয়ে শান্তি জরুরি।’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আর ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জেলেনস্কি। এছাড়াও আরও সহায়তা করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের নিরাপত্তা সহায়তায় আরও আটশ’ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন।
বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি আজকেই মার্কিন সময় সকাল নয়টায় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভাষণ দেবেন।
তার আগেই মিসাইল ধংসকারী ট্যাংকসহ নানা রকমের সামরিক সামগ্রী ক্রয় করার জন্য এই সহায়তা ঘোষণা করলেন বাইডেন। এছাড়াও কিছু সামরিক ড্রোনও ইউক্রেনকে উপহার করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল