ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দেখান।
মঙ্গলবার ভার্চুয়ালি মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে মিলিত হন তিনি।
সিএনএনের খবরে বলা হয়েছে, বক্তব্যের মধ্যে রুশ আক্রমণ থেকে ইউক্রেনের নাগরিকদের বাঁচাতে তিনি দেশটির আকাশসীমায় ‘নো ফ্লাইজোন’ ঘোষণার দাবি জানান। যদিও যুক্তরাষ্ট্র ও ন্যাটো পূর্বেই জেলেনস্কির এই আবদার নাকচ করে দিয়েছে।
মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্যের একপর্যায়ে জেলেনস্কি তার দেশে রুশ বাহিনীর হামলার গ্রাফিক ভিডিও দেখান। ভিডিওটি— ইউক্রেনের আকাশসীমা বন্ধ করুন ’ লেখা দেখানোর মাধ্যমে শেষ হয়।
জেলনস্কি রাশিয়ার রাজনীতিবিদদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল