রুশ গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান নির্বাহী সের্গেই নারিসকিন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়া এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে। রাশিয়ার ভাবমূর্তি ভবিষ্যত বিশ্বের সামনে কেমন হবে, এই অভিযানের ফলাফলের ওপর তা নির্ভর করছে।
বুধবার রাজধানী মস্কোতে রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায়ের এক অনুষ্ঠানে এসভিআর প্রধান সের্গেই নারিসকিন বলেন, রাশিয়া বর্তমানে বাস্তবিক অর্থেই ঐতিহাসিক এক মুহূর্তের মুখোমুখি। আমাদের ভাগ্যে যা ঘটবে, তা ই ভবিষ্যত পৃথিবীতে রাশিয়ার স্থান নির্ধারণ করবে।
সার্বভৌমত্বের প্রশ্নে রাশিয়া কোনো অবস্থাতেই আপস করবে না উল্লেখ করে তিনি বলেন, সার্বভৌমত্ব হচ্ছে রুশ নগারিকদের সম্মান, তাদের নিশ্চয়তা। এটি আমাদের শিশুদের ভবিষ্যত।
সার্বভৌমত্বের প্রশ্নে রাশিয়া কখনো পিছু হটেনি মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতেও কোনো পরিস্থিতিতে পিছু হটবে না। কারণ, যদি এক্ষেত্রে আপস করা হয়, তাহলে রাশিয়া আর প্রকৃত রাশিয়া থাকবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল