গত ৯ মার্চ একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও বেশ উত্তেজনায় বিরাজ করছে ভারত ও পাকিস্তানে।
এ ঘটনাকে ভারত ‘দুর্ঘটনাবশত’ বলেছে- যা পাকিস্তান মেনে নিলেও যৌথ তদন্তের কথা বলেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এ বিষয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। খবর জিও টিভির।
জেনারেল বাজওয়া বলেন, ভারতের ‘দুর্ঘটনাবশত’ ছোড়া মিসাইল একটি ‘ট্রিগার’ হিসেবে কাজ করতে পারত, যা আঞ্চলিক শান্তি এবং কৌশলগত স্থিতিশীলতা ‘গুরুতর’ ঝুঁকির মধ্যে ফেলতে পারত।
যদিও এ বিষয়ে ভারতের জাতীয় সংসদে বিবৃতি পেশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সংসদে তিনি বলেন, ‘আমি সংসদকে ২০২২ সালের ৯ মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই। সেদিন তদারকির সময় দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে এই ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনও ঘাফিলতি পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও জিও টিভি।
বিডি-প্রতিদিন/শফিক