পাকিস্তানের বিরোধীদলীয় নেতাদের এক হাত নিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার তিনি বিরোধীদলগুলোর বিরুদ্ধে সরকার দলের এমপিদেরকে টাকার বিনিময়ে কেনার অভিযোগ তুলে বলেন, ‘বিরোধীনেতারা ইসলামাবাদের সিন্ধু হাউসে ব্যাগভর্তি টাকা নিয়ে দর কষাকষির করছেন।’
এদিন সোয়াতের সাইদু শরিফে এক রাজনৈতিক ভাষণে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী দাবি করেন, বিরোধীরা টাকার বিনিময়ে সিন্ধুর লোকদের কেনার চেষ্টা করছেন। এ সময় তিনি আসন্ন অনাস্থা ভোট নিয়েও মুখ খোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি এক বলেই তিন উইকেট তুলে নেবেন।
ভাষণে ইমরান খান আরও বলেন, 'যদি ক্ষমতাসীন পিটিআই দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে পিপিপি, জেইউআই-এফ এবং পিএমএল-এন এর নেতাদের দূর্নীতির দায়ে জেলে যেতে হবে। এই ভয়ে তারা আমার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে। আমি এই তিন ইঁদুরকে শিকার করবো যারা আমাকে শিকার করতে চায়।'
এদিকে, দেশটির সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন। এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি ও পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক