প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।
তাস নিউজ এজেন্সি অনুসারে, ক্রেমলিন বলেছে, বাইডেনের মন্তব্য ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বক্তব্য’।
এর আগে বুধবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমি মনে করি, তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী।’
অপরদিকে ইতোমধ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালততে (আইসিসি) রাশিয়ার যুদ্ধাপরাধের জন্য তদন্ত করতে বলেছে ইউক্রেন।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ