সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে এই অভিযানে রাশিয়া তাদের পুরনো অস্ত্রগুলো ব্যবহার করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। এই কারণে সেখানে বেসামরিক মানুষ হতাহত বেশি হচ্ছে বলে দাবি দেশটির।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার সামরিক বিষয়াদি নিয়ে সর্বশেষ হালনাগাদ তথ্যে এ কথা জানায়।
দেশটির দাবি, রাশিয়ার এই অস্ত্রগুলো সম্ভবত পুরানো এবং এগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা কম, যার ফলে বেসামরিক হতাহতের সম্ভাবনা বেশি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম