সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তানের চেয়ে ইউক্রেনে সামরিক অভিযানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া, এমনটি দাবি করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “রুশ সৈন্যরা ইউক্রেনে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে, যা সিরিয়া বা চেচনিয়াতেও হয়নি। এমনকি আফগানিস্তানেও সোভিয়েত সৈন্যদেরও এতটা ক্ষতি হয়নি।”
তবে জেলেনস্কি কীভাবে এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপণ করলেন
তা স্পষ্ট নয়।
মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।
বিভিন্ন হিসাব অনুসারে, আফগান যুদ্ধে (১৯৭৯-৮৯) প্রায় ১৫,০০০ সোভিয়েত সৈন্য নিহত হয়েছিল, চেচেন যুদ্ধে কমপক্ষে ১৩,০০০ রুশ সৈন্য মারা গিয়েছিল এবং সিরিয়ায় কয়েকশ’ রাশিয়ান সৈন্য নিহতের তালিকায় স্থান পেয়েছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম