ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে, পানামার নৌচলাচল কর্তৃপক্ষ।
পানামার দাবি এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর নিহত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল