জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পে মিয়াগি এবং ফুকুশিমাসহ সাতটি জায়গায় মোট ৯০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। প্রায় ২০ লাখ পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শিরোইশিতে লাইনচ্যুত হয়ে যায় একটি বুলেট ট্রেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৬০ কিমি গভীরতায়। মিয়াগি এবং ফুকুশিমার উপকূলীয় এলাকায় ১ মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে।বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার আবেদন জানানো হয়েছে। ১১ বছর আগে জাপানের উত্তরের ওই অঞ্চলেই ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।
বিডি প্রতিদিন/এএম