রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে মানবিক সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে করনীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া এই সভা ডেকেছে। সম্প্রতি ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় এই সভার উদ্যোগ নেয়া হয়েছে বলে বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে, পানামার নৌচলাচল কর্তৃপক্ষ।
পানামার দাবি এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের অলিভিয়া বন্দরে বন্ধ রাখা নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল