ইউক্রেনের সর্বত্র এখন রুশ গুপ্তচর ও ডাইভারসন গ্রুপের বিচরণ। ফলে দেশটির কোথাও এখন আর নিরাপদ জায়গা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি।
তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, ইউক্রেনের কোনও জায়গা এখন আর সামরিক হুমকি থেকে নিরাপদ নয়। আমরা এমন একটি অঞ্চলের নামও বলতে পারি না যেখানে গোলাবর্ষণ হয়নি বা যেখানে কোনও ডাইভারশন গ্রুপের উপস্থিতি পাওয়া যায়নি।”
ইউনিয়ান নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
তিনি বলেন, “এই ধরনের গ্রুপ বা ফায়ার স্পটারদের প্রায় প্রতিদিনই কিয়েভে আটক করা হচ্ছে এবং এমনকি পশ্চিম ইউক্রেনীয় অঞ্চলেও তাদের উপস্থিত রয়েছে, এমনকি এসব এলাকার সামরিক ঘাঁটি বা বিমানবন্দরের মতো কৌশলগত স্থানগুলো যেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র জন্য সীমাবদ্ধ, সেখানেও তাদের উপস্থিতি রয়েছে।”
“এখন সর্বত্রই সমস্যা,” যোগ করেন ডেনিস মোনাস্টিরস্কি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম