যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকাল নয়টায় মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা বলেছেন জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দ্য লিডার অব পিস’ বলে আখ্যা দিয়েছেন। রাশিয়ার ওপর চেয়েছেন আরও নিষেধাজ্ঞা।
তবে এসব কিছুই মন ভোলাতে পারেনি মার্কিন বাণিজ্য ধারাভাষ্যকার পিটার শিফের (Peter Schiff)। তিনি এক টুইটে বলেছেন, ‘আমি বুঝতে পারছি সময়টা কঠিন, তাই বলে ইউক্রেনের প্রেসিডেন্টের একটা সুটও নেই? যদিও আমি মার্কিন কংগ্রেসের বর্তমান সদস্যদের অনেককেই পর্যাপ্ত সম্মান করি না। তবুও আমি তাদের সামনে অন্তত টি-শার্ট পরে ভাষণ দিতাম না। আমি অন্তত এই প্রতিষ্ঠান কিংবা যুক্তরাষ্ট্রকে অপমান করতাম না।’
তবে পিটারের এমন খোঁচাকে ভালোভাবে নেয়নি অনেকেই, তারা এই বাণিজ্য ধারাভাষ্যকারকে বলছেন, যুদ্ধের এলাকায় সুট-টাই পরার সময় কোথায়? এখানে তো জীবন নিয়েই সংশয়ে থাকে মানুষ।
সূত্র: এনডিটিভি, পিটারের টুইটার
বিডি প্রতিদিন/নাজমুল