রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে আরও ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ৪৯৪ কোটি ৮০ লাখ টাকা) অস্ত্র পাঠাবে আমেরিকা।
আজ বুধবার যেকোনও সময় হোয়াইট হাউস থেকে এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দু’জন মার্কিন কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি বা পিডিএ ব্যবহার করে ইউক্রেনের জন্য এই অস্ত্রগুলোতে অর্থায়ন করা হবে। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট জরুরি অবস্থায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন স্টক থেকে নিবন্ধ এবং পরিষেবা স্থানান্তর অনুমোদন করতে পারেন।
মার্কিন কংগ্রেসের একজন সিনিয়র সহকারী বলেছেন, নতুন এই প্যাকেজে হাউইটজারসহ ভারী গ্রাউন্ড আর্টিলারি সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম