সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও অপরিবর্তিত ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও নয়া দিল্লি।
এসময় কোন ভূখণ্ড যেন সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয় সেই আহ্বানও জানানো হয়েছে।
মঙ্গলবার ভারত ও যুক্তরাষ্ট্রে দূতবাসের দেওয়া ও বিবৃতিতে সন্ত্রাসবাদের ছায়া কেন্দ্র ও সীমান্ত ডিঙে চালানো মুম্বাই কিংবা পাঠানকোট হামলার মতো হামলাগুলোর নিন্দা করা হয়। এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।
ওয়াশিংটনে ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ সংলাপ শেষে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল