ইউক্রেনে আরও ৩৩ বিলিয়ন ডলার সহায়তা করতে চান বাইডেন। এই পরিমাণ অর্থের জন্য সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন প্রশাসন।
এই অর্থ ইউক্রেনের নিরাপত্তা, অর্থনীতি এবং মানবিক কাজে সহায়তা হিসেবে দেওয়া হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ৩৩ বিলিয়ন ডলারের মধ্যে ২০.৪ বিলিয়ন ডলার ইউক্রেনের সামরিক এবং নিরাপত্তা সহায়তার কাজে ব্যয় করা হবে। ইতোমধ্যে কংগ্রেস সদস্যরা ইউক্রেনের আরও অর্থ সহায়তা প্রয়োজন বলে একমত হয়েছেন।
ইউক্রেনের দোনবাসে নতুন করে রাশিয়ার হামলা শুরুর পর গত ২৩ এপ্রিল ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিডিপ্রতিদিন/কবিরুল