দক্ষিণ আফ্রিকায় একটি হাসপাতালে দুই রোগীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এক ব্যক্তি পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। এতে এক পুলিশও আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। গতকাল শনিবার সন্ধ্যায় নিউ সমারসেট হাসপাতালের ভেতর এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার নোভেলা পোতিলওয়া এক বিবৃতিতে জানান, পুলিশ কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি এমন কাণ্ড ঘটান।
বিডি প্রতিদিন/ফারজানা