শিরোনাম
২৫ মে, ২০২২ ২৩:১২

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা চেয়ে আদালতে স্বামী!

অনলাইন ডেস্ক

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা চেয়ে আদালতে স্বামী!

প্রতীকী ছবি

ঘটনাটি ভারতের রাজস্থানের। সেখানে স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন এক ব্যক্তি। তার আবেদনের পর আদালতও তাতে সাড়া দেয়। তার অভিযোগ খতিয়ে দেখতে এবং ৩২ বছর বয়সী ওই যুবককে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত ওই স্ত্রী যখন হাতের কাছে যা পান তাই দিয়েই স্বামীকে মারধর করেন। ঝাঁটা, লাঠি, ক্রিকেট ব্যাট এমনকি, রান্না করার প্যানও রয়েছে অস্ত্র তালিকায়। স্ত্রী-র এমন সব অত্যাচারের প্রমাণ সংগ্রহ করতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন ওই স্বামী। সম্প্রতি তার ফুটেজ তিনি জমা দিয়েছেন আদালতে। 

মামলা করেছেন পারিবারিক নির্যাতনের। ভুক্তভোগী ওই ব্যক্তি পেশায় একটি কলেজের প্রিন্সিপাল। সাত বছর আগে তিনি বিয়ে করেন। তাদের ছয় বছরের একটি সন্তান আছে। আদালতকে বাদী জানিয়েছেন, স্ত্রী-র অত্যাচারে সারা শরীরে কালসিটে পড়েছে তার। মানসিকভাবেও বিধ্বস্ত তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর