২৯ মে, ২০২২ ১৯:৪৪

প্রথমবারের মতো যুদ্ধের ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো যুদ্ধের ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে (ফ্রন্টলাইন) গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার ইউক্রেন প্রেসিডেন্টের দপ্তর এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, কিয়েভের বাইরে উত্তরপূর্ব খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইন সফর করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রথম রাজধানীর বাইরে যুদ্ধের ফ্রন্টলাইন পরিদর্শন করলেন।

রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের জেলেনস্কি বলেন, আমাদের সবার জন্য এবং দেশের জন্য তোমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছো। যুদ্ধরত সেনাদের তিনি প্রশংসাপত্র এবং উপহার প্রদান করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর