৪ জুলাই, ২০২২ ১৮:৫৯

মহাকাশেই ‘লুহানস্ক বিজয়’ উদযাপন করেছে রুশ নভোচারীরা

অনলাইন ডেস্ক

মহাকাশেই ‘লুহানস্ক বিজয়’ উদযাপন করেছে রুশ নভোচারীরা

গতকালই ইউক্রেনের লুহানস্ক অঞ্চল পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। পরে ওই এলাকা থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেন। 

লুহানস্ককে ইউক্রেন বাহিনী মুক্ত করার রুশ সেনাদের ধন্যবাদ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সেনা অভিযান শুরু করার আগেই লুহানস্ককে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

এবার লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে উদযাপন করেছেন রুশ মহাকাশচারীরা। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস বলেছে, একটা স্বাধীনতা দিবস পৃথিবী আর মহাকাশে এক সাথে উদযাপন করা হয়েছে।

এসময় রুশ মহাকাশচারী ওলেগ আরতেমিয়েভ, ড্যানিস মতভেভ ও সার্গেই কোরসাকভ রাশিয়ার পতাকা হাতে মহাকাশে বসে হাসি মুখে একটি ছবিও তুলেছেন। 

রসকসমস এক টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লুহানস্ক দলখদার মুক্ত হয়েছে।’ 

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর