৫ জুলাই, ২০২২ ১২:০০

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী কে এই রবার্ট ই ক্রিমো?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী কে এই রবার্ট ই ক্রিমো?

রবার্ট ই ক্রিমো থ্রি

আমেরিকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম রবার্ট ই ক্রিমো থ্রি, বয়স ২২ বছর। হামলায় শক্তিশালী বন্দুক ব্যবহার করেন ক্রিমো। একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে গুলি চালান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে হামলা চালায় এই তরুণ। ওই ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৪ জন।

কে এই রবার্ট ই ক্রিমো থ্রি?

ক্রিমো একজন অপেশাদার র‌্যাপার ও গীতিকার। তিনি ‘অ্যাওয়েইক দ্য র‌্যাপার’ নামের ব্যানারে গান তৈরি করেন।

তিনি ২০১৬ সালে তার প্রথম গান ‘বাই দ্য পন্ড’ প্রকাশ করেছিলেন। পরে তা কোনও কারণ ছাড়াই সঙ্গীত স্টোর এবং স্ট্রিমিং থেকে সরিয়ে নেওয়া হয়। তবে তার আগে এটি ৩০ লাখেরও বেশি স্ট্রিম হয়।

পুলিশ তার নাম প্রকাশ করার সময় ক্রিমোর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় তার ইউটিউব চ্যানেলটিও। তবে ক্রিমোর অনলাইনে আপলোড করা ভিডিওগুলোর একটি সিরিজ এখনও রয়ে গেছে। সূত্র: জেরুজালেম পোস্ট, মার্কা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর