ইউক্রেনের ভিনিতিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৯০ জনের বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, ভিনিতিয়া শহরটি যুদ্ধের বর্তমান কেন্দ্রস্থল দোনবাস থেকে অনেক দূরে এবং রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রুশ বাহিনীর ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র একটি ৯ তলা অফিস ব্লকে আঘাত হানে। এতে পাশে থাকা আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘সরাসরি সন্ত্রাসী কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে থাকা সাবমেরিন থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
বেসামরিক ও নাগরিক স্থাপনা টার্গেটের ঘটনা অস্বীকার করা রাশিয়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল