ভারতের রাজধানী দিল্লিতে গ্রেফতার হয়েছেন এক মার্কিন নারী। তিনি নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়েছিলেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, টাকা (অর্থ) ফুরিয়ে যাওয়ায় ২৭ বছর বয়সী ওই নারী বাবা-মাকে ব্ল্যাকমেইল করার জন্য অপহরণের মিথ্যা নাটক সাজান।
তিনি চলতি বছরের ৩ মে ভারতে আসেন। ৭ জুলাই তিনি যুক্তরাষ্ট্রে থাকা বাবা-মাকে ফোন দিয়ে জানান একজন পুরুষ তাকে আটকে রেখেছেন।
মার্কিন দূতাবাসের মাধ্যমে ওই নারীর পরিবারের কাছ থেকে অপহরণের অভিযোগ পেয়ে তদন্তে নামে দিল্লি পুলিশ। আইপি ঠিকানা ট্র্যাক করে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। তারওপর ভিত্তি করেই ৩১ বছর বয়সী এক নাইজেরিয়ান পুরুষকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেই জানা যায়, নয়ডার এক অ্যাপার্টমেন্টে আছেন ওই মার্কিন নারী।
পরে ওই নারীকে উদ্ধার করার পর জানা যায়, অপরহরণের ঘটনার কোন সত্যতা নেই। বাবা-মার কাছ থেকে টাকা নিতেই এই নাটক তিনি সাজিয়েছেন।
পুলিশের দাবি, ফেসবুকে পরিচয়ের পর ভারতে এসে এক পুরুষের সাথে থাকছেন ওই নারী এবং তার ভিসার মেয়াদও নেই।
এখন তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতের অবস্থানের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল